About Director

Sadequl Islamসাফল্য প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ভারতের পশ্চিম দিনাজপুর জেলার তপন থানার মান্দাপাড়া গ্রামে মাতৃলয়ে জন্ম গ্রহন করেন। বাল্য জীবন অতিবাহিত করেন বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের ঐতিহ্যবাহি গ্রাম মহানগরে। শৈশবকালে তিনি ছিলেন অত্যন্ত দূরন্ত ও চঞ্চল প্রকৃতির। সারাক্ষন বাল্য বন্ধুদের সঙ্গে বিভিন্ন খেলায় ব্যস্ত থাকতেন। তিনি ১৯৮৫ সালে কালিগ্রাম কির্ত্তলী প্রাথমিক বিদ্যালয় মান্দা, নওগাঁ থেকে কৃত্তিতের সাথে ৫ম শ্রেণি পাশ করেন। ১৯৮৬ সালে কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। ১৯৯২ খ্রিঃ অত্র বিদ্যালয় হতে এস. এস. সি. ১ম বিভাগে পাশ করেন এবং নিউ গভঃ কলেজ, রাজশাহীতে এইচ. এস. সি. ক্লাশে ভর্তি হন। তিনি ইনোভেটিব, ভবিষ্যদ্রষ্টা ও বৃক্ষ প্রেমি ছিলেন। এই কারণে তিনি ১৯৯২ খ্রিঃ রাজশাহীতে অবস্থান কালে তাঁর পৈত্রিক সস্পতিতে প্রায় ১২০ টি আমগাছ, ৮০টি মেহগনি গাছ, ১৫০টি শিশু গাছ এবং তাঁর নিজ বসতবাড়ির আসেপাশে অসংখ্য বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রপন এবং তার সুষ্ঠু পরিচর্চা করেন। ১৯৯৪ খ্রিঃ কৃত্তিতের সাথে এইচ. এস. সি পাশ করেন। ১৯৯৪-৯৫ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স কোর্সে ভর্তি হন। তিনি অত্যন্ত ক্রিকেট প্রেমি ও ক্রিকেট অনুরাগী ছিলেন। তাই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় অন্তঃহল ক্রিকেট টিমের নেতৃত্ব দেন। এছাড়াও মহানগর একতা ক্লাবের ক্রিকেট অধিনায়ক হিসেবে বিভিন্ন দলের সঙ্গে খেলায় অংশগ্রহন করেন। ১৯৯৭ খ্রিঃ বি.এ.(সস্মান) এবং ১৯৯৮ খ্রিঃ এম.এ. ডিগ্রি অর্জন করেন। ২০০০ খ্রিঃ নট্রাম থেকে কম্পিউটার সায়েস এ ডিল্পোমা ডিগ্রি অর্জন করেন।বিস্তারিত->>

Massage From Headmistress

সাফল্য প্রি-ক্যাডেট স্কুল। নওগাঁ জেলার মান্দা উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ২০০৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে আজ অবধি গৌবরে সাথে জ্ঞানের মশালের মতো প্রজ্বলিত। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশান কর্তৃক অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা ও পি এস সি পরীক্ষায় বিদ্যালয়ের ফলাফল যথারীতি প্রশংসিত। বিভিন্ন জাতীয় দিবসে উপজেলায় অংশগ্রহণে এই প্রতিষ্ঠানটি অগ্রণী ভুমিকা পালন করে আসছে। মান্দা উপজেলার স্বপ্নক্ষত্রে এই বদ্যিালয়রে শিক্ষক শিক্ষার্থী ও অভভিাবক বৃন্দসহ সকলকে জানাই আন্তরকি শুভচ্ছো । ডিজিটাল বাংলাদশেরে স্বপ্ন পূরনরে লক্ষে ওয়বে সাইটটি গুরুত্বর্পূন ভূমকিা পালন করবে বলে আমি মনে করি ।নিয়মিতভাবে ওয়বে সাইটটি ব্যবহাররে জন্য সকলরে প্রতি রইল অনুরোধ ।